মুখোশধারী
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
কে কতটা ভালো এবং
কতো খানি মন্দ ওরে!
বোঝা যাবে মরার পরে
বিচার হলে মাটির গোর-এ।
যতই পরো ভালোর মুখোশ
মনে পুষে কেউটে সাপ,
মারলে ছোবল হকটা নাশে
পাবেনা কেউ কভু মাপ।
জেনে রেখো আলো আঁধার
সব খানে যা ঘটে থাকে,
শেষ বিচারের মালিক খোদা
সকল কিছুর খবর রাখে।
লোকের চোখে ধুলো দিয়ে
করলে কারোর ক্ষতিটা,
পরকালে জাহান্নামে
পাবেরে তোর গতিটা।
—সমাপ্ত–
665total visits,2visits today
