মেঘের বাড়ি

মেঘের বাড়ি

মেঘের বাড়ি কালছে হাড়ি
সূর্য জ্বলে আড়ে,
গড়গড়িয়ে উঠছে রেগে
পড়বে বুঝি ঘাড়ে।

মাঝে মাঝে গর্জে ভীষণ
ফেলছে বাজের জাল,
চতুর্ধারে আঁধার ঘিরে
আসছে সে দাজ্জাল।

নদীর মাঝে মাল্লা মাঝি
নৌকা ভিড়ায় কূলে,
রাখাল ছেলের পিলেহ খানি
ভয়তে ওঠে দুলে।

আজ বুঝি আর নাইরে রেহাই
ভাঙবে মেঘের বাড়ি,
ফিরছে নীড়ে যার মতো সেই
বিলের ও পথ ছাড়ি।

ধ্বংস লীলায় থামলো যখন
মেঘের বাড়ি ভাঙ্গা,
গরম কেটে শীতল হাওয়ায়
মনটা হলো চাঙ্গা।

—সমাপ্ত—

1523total visits,3visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply