রোজায় পর্দার ভাউতাবাজি

রোজার দিনে আহার খাওয়া
হারাম জেনেও,
মাপ কী হবে হোটেলগুলোর
পর্দা টেনেও?

সব কিছু ঐ ভাউতাবাজি
শোন বাবাজি,
মুখ লুকিয়ে খাবারে নয়
আল্লাহ রাজি।

রোজার মাঝে অনাহারে
হয় না মরণ,
বিজ্ঞানে কয় শরীরটা পায়
সুঠাম গড়ন।

নাদুস নুদুস চেহারাটার
করলে মায়া,
রোজ হাশরে পাবে নাকো
শীতল ছায়া।

মরা বাঁচার খবর খানি
কেউ না জানে,
পরের বছর রোজার নিয়ত
পায় না মানে।

রহমতের দশেক হতে
রাখলে রোজা,
দুই কালেতে শান্তি সুখের
পথটা সোজা।

—সমাপ্ত—

780total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply