লাশের মিছিল
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
বেড়েই চলেছে লাশের মিছিল
ছুঁয়ে পৃথিবীর ধার,
বিজ্ঞানও আজ অকেজো হয়ে
রয়েছে নির্বিকার!
আপন স্বজনে মরনের সাথে
লড়ে হারে একা একা,
পৃথিবী হয়েছে নির্দয় নিঠুর
আঁখিতে যায়না দেখা।
করোনা রোগী আর মৃত্যুর দূতে
যেনো এক সহদর,
সুস্থরা সবে দিতেছেরে ছুঁড়ে
মুমূর্ষু যে মরোমর।
সৃষ্টির সেরা মানুষ আজিকে
নিঠুরিয়ার এক দ্বার,
ছোঁয়াছে রোগী সব পশুর আদলে
জীবনে মানিছে হার।
কোথায় বিজ্ঞান,পরমানু অস্ত্র
ক্ষমতার অহংকার,
সব কিছু আজ করোনার কাছে
নতশিরে মেনেছে হার।
কোন পরতালে হানিছ বিধি
এমনও মরন খেলা?
ভুবনের মাঝে হাজারো প্রাণের
অসময়ে ডুবিছে বেলা।
মোরা গোনাহগার পাপী দুরাচার
সবারে করিও ক্ষমা,
তোমারই কাছে হায়াত ও মরণ
সকলই রয়েছে জমা।
—সমাপ্ত–
1722total visits,2visits today