লাশ হবার পরে

চলব যেদিন লাশটি হয়ে
সবাই হবে যাত্রী,
সেদিন কী ঐ মেঘের শোকে
জমবে তিমির রাত্রি?
কাঁদবে যেমন শ্রাবন ধারা
আমার শূন্য শোকে,
নাকি আমার পূর্ণতাতে
হাসবে সেদিন লোকে।
জানার ইচ্ছা মৃত্যু আমার
কখন চারিদিকে,
ফেলবে সাড়া গোধূলী না
ঐ সুবহে সাদিকে
অজানা যে কর্মে আমি
চক্ষু শূলে গাঁথি,
সে কি আমায় মাটি দিতে
হবে সবার সাথী?
জানতে আমায় নাইবা দিলা
ওহে দয়াময়,
শত্রুর চোখে অশ্রু ধারা
সেদিন যেনো বয়।
কেউ যেনো না ভাবে আমি
ছিলাম শুধু কারো,
দেশ জাতি না দেশান্তরে
ছিলাম বেশি আরও।
আরশ হতে রহমতের
দিও গুড়ি বৃষ্টি,
চাইনা কিছুই পাই যদি ঐ
তোমার শুভ দৃষ্টি।

587total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply