লোভ হত্যা,খুন অনেক ভালো গুণ

লোভ করাটা খুব ভালো গুণ
লোভ থাকিতে হয়,
লোভটা যদি পরকালের
সুখের তরে রয়।

খুন করাটা খুব ভালো গুণ
করবে তাহার খুন,
যে সব নীতি মানবতার
ধারায় আনে ঘুন।

হত্যা করা মহৎ পেশা
কে বলে তা হীন্?
যদি কেহ হত্যা করে
নেশার আতুর দিন।

বড়োর কথায় তর্ক করাও
মন্দ কিছু নয়,
যদি তাতে প্রতিষ্ঠা হয়
খোদার প্রতি ভয়।

সব সময়ে হ্যাঁ-টা কেনো
না-টাও বলো ভাই,
যদি দেখো কার্যাদেশে
নৈতিকতা নাই।

পাগল হওয়া জ্ঞানীর ভূষণ
পাগল হইতে হয়,
পাগল ছাড়া কেউ করেনি
কঠিন বাধার জয়।

—সমাপ্ত–

712total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান