শীতের রূপ

উত্তুরে দ্বার খুলে দিয়ে
চেনা হাওয়া হিমটা নিয়ে
বহে হন হন,
ভোরের বেলা গাছি ভাইয়ে
খেজুর রসের ঠিলা নিয়ে
বাজায় ঠনঠন।

শীতটা যখন জমতে থাকে
নতুন পাখি আসে ঝাঁকে
শীতে কনকন,
খেজুর রসের ভাড়টি ঘিরে
দলে দলে মাছি ফিরে
করে ভনভন।

সর্দি কাশি রাশি রাশি
যুবক বুড়া বাধায় কাশি
গলায় খকখক,
ঠান্ডা জ্বরে রোগী কাঁপে
ঔষধ দিলে তাপটি মাপে
গেলে ঢকঢক।

সারা রাতের শীতের শেষে
ভোর বেলাতে সূর্য হেসে
আলোয় ঝলমল,
ঘাসের ডগায় শিশির বিন্দু
মুক্ত হয়ে গড়ে সিন্ধু
করে টলমল।

750total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply