শুভ জন্মদিন

মিষ্টি রোদে দৃষ্টি কাড়ে
সূর্য ছড়ায় হাসি,
ভোর হতে তার কারণ খুঁজে
আনন্দতে ভাসি।

গাছের ডালে গাইছে পাখি
নাচছে মীনে জলে,
ফুলেরা সব ছড়ায় সুবাস
গুল বাগিচায় দলে।

এতো খুশির কী’বা কারণ
চলছে সবাই সুখে,
বলল হেসে ষোলো তারিখ
ক্যালেন্ডারের বুকে।

যাঁর প্রতি আজ খুশি সবাই
সুখের ভেলায় দুলে,
শুভ জন্ম দিনের খবর
কী করে যাই ভুলে।

আশিষ আনি ভালোবাসায়
দোয়া দু-হাত ভরে,
আল্লাহ যেনো সুস্থ রাখেন
স্যার-কে জনম ধরে।

উত্থানের আজ সময় দ্বারে
সব প্রতিকূল ফেলে,
জন্মদিনে এই আশাবাদ
স্বপ্ন ডানা মেলে।

চতুর্ধারে দিনকে ঘিরে
বাজছে যখন বীন,
হৃদয় হতে জানাই আবার
শুভ জন্মদিন।

—সমাপ্ত–

1456total visits,3visits today

এস এম মঞ্জুর রহমান