সম্পর্কের সেতু

সম্পর্কের সেতু

সকাল দুপুর রাত বারোটা
যখন আমায় ডাকো,
এক নিমিষেই আসবো কাছে
যদি মনে রাখো।

বাঁচতে পাবে স্বশরীরে
মরলে পাবে কাব্যে,
বইটি নিয়ে যখন সেদিন
আমার কথা ভাববে।

হাজির হবো মনে তোমার
বসব স্মৃতির পাতায়,
ওয়াদাটা করছি বন্ধু
আজকে লেখার খাতায়।

দেখছো যাঁরা দেখছি যাঁদের
ভাগ্য সবার ভালো,
ছুঁয়ে গেলাম একইসাথে
মুক্ত ভুবন আলো।

আসবে যাঁরা যাবার পরে
কেমনে পাবে ছবি,
তাদের জন্য চাইছি হতে
কাল জয়ী এক কবি।

—সমাপ্ত—

(Visited 147 times, 1 visits today)

1305total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply