সস্তা শ্রমের চাষা
পাথরের বুকে কান্না ঝরায়
কড়া পড়া হাতে কাস্তে চালায়
সুখাশ্রয়ী গানে।
নিজ বিছানার চাঁদর খানিরে
ফসলের গায় দিয়ে,
অস্তমিতের আঁধার কুঠিরে
স্বপ্নে মোড়ানো হিয়ে।
নতুন দিনের প্রভাকর এসে
ন্যুব্জ এ ফসল চারা,
সবুজে সবুজে ছেঁয়ে দেবে আঁখি
হৃদয়ে স্বপ্ন ধারা।
নির্ঘুম নিশির সুবহে সাদিকে
বিছানা ফেলিয়া রোজ,
ফসলের মাঠে ফসলের সাথে
এক সাথে খায় ভোজ।।
চন্দ্র পক্ষের দুকাল যেতেই
দক্ষিণা গন্ধবাহে,
ফসলেরা জেগে সোনা মোড়া রঙে
আশার গীতিটা গাহে।
রক্ত ঘামের সোনালী ফসল
ঘুচাবে দৈন্য দশা,
আলাদিনের চেরাগে তাদের
এবার লাগিবে ঘষা।
ফসলের ঘষায় দৈত্য জাগিলেও
জাগে সে দাতন রূপী,
স্বপ্ন তাদের উদরে ঢুকিয়া
মরে যায় চুপি চুপি।
যার ঘাম শ্রম নির্ঘুম রজনী
পাথরে ফোটায় ফুল,
তারা এ বাংলার সস্তা শ্রমের
বঞ্চিত কৃষক কুল।
–সমাপ্ত–
4238total visits,6visits today