সাংবাদিকে চোর !!!

সাবানের গায় লাগছে কাদা
কে করিবে ছাপ?
কথা শুনেই চমকে সবাই
বলছে বাপরে বাপ!

যে করে দেয় সবাইকে ছাপ
ময়লা ধুয়ে মুছে,
সেই মোড়লের ময়লা মুছার
আশাই যাবে ঘুচে!

বিড়াল ধরে ঘন্টা বাঁধার
কাজটা আজও বাকি,
উন্মুখে সব চেয়ে আছে
মোড়ল কি দেয় ফাঁকি!

বিচারপতি কভু নিজের
দেয় কি বিচার রায়,
ডাক্তারে কি অসুখ হলে
নিজেই ওষুধ খায়?

নদী কভু করে নাকি
নিজের বারি পান,
দেখতে সবাই চেয়ে থাকে
শমীর বিচার খান।

দিনে রাতে বের করে যে
সবার গোপন কালি,
সেই শুনে যায় নিরুপায়ে
চোরের মতো গালি।

পরিষ্কার যে করতে জানে
পরিষ্কার সে রয়,
তাইতো সেদিন সাংবাদিকে
পায় নি কোনো ভয়।

থলের বিড়াল বাইরে এসে
খুললো যখন মুখ,
থেমে গেলো সবার মনের
অকারণ ধুকপুক।

লাইটিংয়ের এক কর্মী নিজে
নিছে তাহার ফোন,
সরি বলায় শমী তখন
হইল ভালো বোন।

—সমাপ্ত—

952total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply