সুখটা কোথায় থাকো?
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
- 0 Comment
সুখটা তুমি কোথায় থাকো,
কাকে তুমি মাথায় রাখো-
কার কাছে দাও ধরা?
যার কাছে নেই চাল চুলা আর,
ব্যাংকে ভর্তি টাকার পাহাড়-
চার ধারে যার মরা!
তবে কি ভাই সুখ পাখিরে,
অর্থকড়ি যা রাখিরে-
করবো সবি ত্যাগ?
আসবে কি ভাই আমার বাড়ি
আর দেবেনা কভু আড়ি
থাকবে অনুরাগ?
তোমরা যে ভাই সুখরে দোষো,
অবিশ্বাসের অংক কষো-
তা কেনো যাও ভুলে,
বিশ্বাস বিনা ভালোবাসা,
জীবন জুড়ে সুখের আশা-
খাচ্ছ সবি গুলে।
975total visits,2visits today