সুখের চাবি

ছোট্ট একটি জীবন জুড়ে
কতো কী যে ভাবি,
তুমি আমার জীবন মরণ
তুমিই সুখের চাবি।

পাহাড়ের ঐ তৃষ্ণা মেটে
শীতল ঝর্ণা ধারায়,
এই বুকেতে তোমার পরশ
দুঃখটাকে হারায়।

হারায় যেমন ঊর্মি গুলো
আছড়ে সিন্ধু বুকে,
তোমার হাসি আঁখির পলক
মিলায় চিত্তে সুখে।

নির্জনে ও আঁধার ঘরে
সঙ্গী হীনার ক্ষণে,
তোমার হাসি সাথী হয়ে
সদাই থাকে মনে।

হাজার ব্যাথায় আঁখি যুগল
তোমার আশায় বাঁচে,
দুঃখ আমার সুখ হয়ে যায়
থাকলে তুমি কাছে।

Image may contain: Manjur Rahman, text

593total visits,3visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply