সুখ দুঃখের সমীকরণ

এ পৃথিবী কারোর জন্য
ফুল বিছানো নয়,
আগে নয়তো পরে হলেও
দুঃখ সইতে হয়।

বিত্তবানের কষ্ট মনে
গরীব লোকের গায়,
কান্না হাসি পাশাপাশি
জনম ভরে ধায়।

গায় গতরে যে জন খাটে
শরীর সুস্থ রয়,
ধনপতি দৌড়াতে যায়
ব্যামো হবার ভয়।

ধনী পরে ছেঁড়া কাপড়
যুগের ফ্যাশন নাম,
গরীব পরে বাধ্য হয়ে
পায়না দিতে দাম।

সুখ ও দুঃখের সমীকরণ
সমান সমান হয়,
ধন্য সেজন জীবনে যাঁর
পুণ্য কর্ম রয়।

—সমাপ্ত–

747total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply