স্বঘোষিত কবি
কে আছে আর আমার মতো
এত্তো জ্ঞানী গুণী,
সামনে এসে বলুক দেখি
কর্ণ খুলে শুনি।
কে আছেরে আমি ছাড়া
বিদ্রোহী আর কবি,
প্রেম বিরহ মানবতা
লিখেছি তা সবি।
নাটক নোবেল গান ও
গজল
কাল জয়ী সব বাণী,
লিখে লিখে পড়ছি নিজে
জানি আমি জানি।
কতো কঠিন শব্দ সেথায়
কতো সাচ্চা কথা,
কে আছে আর আমি
ছাড়া
বুঝবে তারি ব্যথা।
লিখছি আমি পাঠক আমার
ঘরের বাসিন্দারা,
প্রকাশ পেলে মানবতায়
পড়বে জানি সাড়া।
চোর বেটাটা সাধু হবে
ভীরু যাবে রণে,
জঙ্গিরা সব সভ্য হবে
বসত যাদের বনে।
কবিতা আর গল্প মাঝের
নিয়ে তাত্ত্বিকতা,
গবেষণায় হাজার জ্ঞানী
পাবে স্বার্থকতা।
এমন সেরা লেখক আমি
এমন বড় কবি,
বুঝার মতো সমান জ্ঞাণী
নাইতা জানি সবি।
তাই বলে কি মেধা
আমার
যাবেরে ভাই জলে,
সম্মাননা নেবই নেবো
ছলে কিংবা বলে।
জোট বেঁধেছি সমান জ্ঞানী
হইতে ক্রেস্টের ক্রেতা,
জানবে না তা দর্শকেরা
জানবে না ভুত প্রেতা।
ক্রেস্টের ছবির নিউজ হবে
চাঁদার টাকা দ্বারা,
বোকা গুলো বুঝে আসল
চমকে যাবে তারা।
কে রবে আর অপেক্ষাতে
লিখে নজর কাড়তে,
পরের টাকায় ক্রেস্টটা পেতে
হবে জগত ছাড়তে।
নিজকে বলি নিজের চেয়ে
কে চেনে আর ভালো,
তাইতো নিজেই ক্রেস্টটি কিনে
ঘরকে করি আলো।
হয়ত নিজের লেখা পড়েও
ছেলে করে নেশা,
মেয়ে আমার ছাড়ল নাকো
অসৎ পথের পেশা
সে খবর আর জানবে
ক’জন
মানবে সবাই কবি,
লেখা পড়ে নাহি মানুক
মানবে ক্রেস্টের ছবি।
1038total visits,5visits today