স্বাধীনতার ডাক

পেশীর জোরে পাক বাহিনী
দিচ্ছে গোলা ছুড়ে,
মরছে মানুষ পাখপাখালি
সারাটা দেশ জুড়ে।
পুড়ছে যতো সোনার ফসল
তিন সীমানার মাঠে,
জনশূন্য নদীর বুকে
খেয়া বাঁধা ঘাটে।
গাইছে না আর মাঝি সুরে
পাল তুলে তার নায়ে,
পাক বাহিনীর অত্যাচারে
শহর হতে গায়ে।
বাংলা মায়ের দামাল ছেলে
সইবে না এই জ্বালা,
রুখতে তাদের ভাবছে সবাই
জবাব দেবার পালা।
স্বাধীনতার ডাক এসেছে
যুদ্ধে যেতে হবে,
স্বাধীন হয়ে বাঁচতে দেশে
লড়বে এবার সবে।

980total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply