স্বার্থপর দুনিয়া
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
- 0 Comment
সুখের ভাগটা সবার হলেও
দুঃক্ষ শুধু একার,
সব হারিয়ে নিঃস্ব যখন
কেউ থাকেনা দেখার।
সুবাস ভরা ফুলের পরে
ভ্রমর পড়ে এসে,
বুকের মধু লুটে নিয়ে
হারায় অবশেষে।
নদীর বুকে থাকলে জোয়ার
মাঝিরা যায় জমে,
ভাটির দিনে কেউ আসেনা
ভক্তরা যায় কমে।
এই দুনিয়ায় হরেক মানুষ
ভিন্ন স্বাদে ভাসে,
স্বার্থপর যে বিত্ত দেখে
মানুষ ভালোবাসে।
স্বার্থপরের এই দুনিয়া
জানে জগত জুড়ে,
ফুলের শোভা ফুরায় গেলে
ফেলে তাকে ছুঁড়ে।
—সমাপ্ত—
2549total visits,5visits today