হাইস্কুলের বন্ধু

হাইস্কুলের বন্ধু

রঘুনাথপুর বহুমুখী
মাধ্যমিকের বন্ধু যাঁরা,
চুপিসারে থাকিস না আর
আয় ছুটে আয় দে রে সাড়া।

এই যে আমি-বাজার গেটে
একগুছা ফুল একটা হাতে,
হারানো দিন ফিরে পেতে
দাঁড়ায় আছি প্রতীক্ষাতে।

বিশটা বছর পিছন ফেলে
সেই যে কখন আসছি একা,
চেনা মুখের ভিড়ছে না কেউ
পাইনি তাদের কারও দেখা!

দাঁত উঁচু সেই মহী কাকা
মুখ ভরা যার ছিলো হাসি,
আবুল হোসেন দপ্তরি সব
কালের ভেলায় গেছে ভাসি।

অফিস রুমের সামনে করা
গুলবাগিচার বাঁশের বেড়া,
সেসব কিছু নাইরে আজি
সেথায় চরায় ছাগল ভেড়া।।

ইগলু লেখা ভ্যানটা ঠেলে
আসছে নারে বরফ আলা,
হচ্ছে না শেষ একলা বসে
স্মরণ করা স্মৃতির পালা।

বলতো কবে, কোন আঁধারে
হারায় গেলো ছাত্র বেলা?
বন্ধুরা সব ছাড়লো কবে
কানামাছি বৌ-চি খেলা?

তাদের অনেক নামটা ভুলে
মুখটা শুধু চোখে ভাসে,
স্মৃতির মাঝে খুঁজে তাদের
অশ্রু গুলো গড়ায় আসে।

সরল মনের সেই গুরুজন
থাকতো যাঁরা মিষ্টি হেসে,
অভিমানে কোথায় তাঁরা?
পাইনা তাদের দেখতে এসে!

কী পেতে আজ কী হারালাম
হিসাব মিলাই অংক কষে,
পুরানোদিন ফিরে পেতে
একাই আছি গেটে বসে।

5430total visits,3visits today

এস এম মঞ্জুর রহমান