হাসির অভিনেতা
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
- 0 Comment
ক্ষিদের জ্বালায় জ্বলি পুড়ি
ঘুরি সবার মাঝে,
রুজির তরে সময় কাটাই
হাস্য রসের কাজে।
যুগ জনমের অভাব আমার
নিত্য ঘরেই সাথী,
দুঃখ চাপা হাসি বিহীন
হয়না আহার রাতি।
সবার মুখে ফুটলে হাসি
কান্ড করার শেষে,
ছিটায় টাকা পাষণ্ড যে
হৃদয় বানের বেশে।
এটাই আমার পেশা নেশা
হাসি পরের তরে,
নিজের মনে রাখি শুধু
দুঃখ যোগাড় করে।
ভাগ্য আমার হলো এমন
যন্ত্রনাতে হাসি,
নয়তো লোকে দেয়না টাকা
দুঃখ ভালোবাসি।
হাসি মুখে থাকছি বলে
ভাবছ সুখে আছি,
হাজার ব্যথা বুকে চেপে
এই হাসিতেই বাঁচি।
2464total visits,2visits today