একই রকম বসন্ত
আজি বসন্ত এসেছে দ্বারে-
দক্ষিণা সমীরে করে,
পুষ্পের কুড়ির পাপড়ি মেলে
পলাশের ডাল ভরে।
বসন্ত এসেছে পাখির কন্ঠে-
সুরেরি মূর্ছনায়,
শীতের জড়তা সরিয়ে ফেলে
আজকে সকাল বেলায়।
তরুণ তরুণীর মন রাঙ্গিয়ে-
হলদে লালে মিলে,
কুয়াশার শোভা বিলীন হয়ে
বাংলার বিলে ঝিলে।
মৌমাছিদের গুঞ্জনে ভরে-
মধুবনের চারধার,
উদাস করে এসেছে মনে
বসন্ত যে আবার।
চক্ষু মেলেই দেখি যে কত
আয়োজন সমাহার,
মনের মাঝে এইনা দিনেও
শুধু সেই হাহাকার।
জীবন জুড়ে করেছি জড়ো-
শুধুই লোকের সংখ্যা
প্রিয়া তো নাই কেমনে
দিবে
সুখটি এসে দেখা।
বইছে না তাই দক্ষিণ
হাওয়া-
হৃদয় কানন জুড়ে,
ডাল ভাঙেনি ফুল তোলেনি
রইলাম ঘরে কুড়ে।
একলা ডাকা কাকের সুরে-
হিয়ায় জাগায় ব্যথা,
সঙ্গী হীনা সেও যে
কত
বুঝিলাম তার কথা।
667total visits,4visits today