মৃত্যুর বিশ্ব ম্যাপ

চোখ রেখে ঐ মৃত্যুর ম্যাপেতে
মনটা শোকে কাঁপে,
লাশের সংখ্যা বাড়ছে শুধুই
বাড়ছেই প্রতি ধাপে।

সময় যে বড় নির্মম বিধুর
সবে আজ নিরুপাই,
মৃত্যুর খবরে বিছানা ফেলিয়া
মৃত্যু দেখিয়া ঘুমাই।

কোন সে মায়ের কলিজার ধন
কোন সে বাবার সন্তান!
মৃত্যুর মিছিলে যোগদান করে
গড়ে দেয় তার উত্থান।

কতো ব্যাথা আর কতো শোক দ্বারা
আকাশ গঠিত হলে,
মুছে যাবে ঐ মৃত্যুর মিছিল
তাহার বৃষ্টির জলে!

আর কত প্রাণ! বলো হে মহান
আর কত প্রাণ গেলে!
তোমার দয়ার দ্বার খোলে আর
তোমার সহায় মেলে।

ক্ষমা করো এই ক্ষুদ্র জীবেরে
মানুষ দিয়েছ নাম,
পাপী তাপী মোরা, রহিম তোমার
নামের তো অনেক দাম।

—সমাপ্ত–

782total visits,4visits today

এস এম মঞ্জুর রহমান