খোকন আসবে বাড়ি

খোকন এবার আসবে বাড়ি
ট্রেনে চড়েই আসবে,
দূরালাপন হইছে এসে
আমায় ভালোবাসবে।

কথা গুলো বলছিলো যেই
ছোট্ট খোকা নিজে,
আবেগে তার কন্ঠ খানি
আসতে ছিলো ভিজে।

জন্ম হতেই দেখছি তাকে
করছি লেনাদেনা,
তাহার সকল কান্না হাসি
আমার কাছে চেনা।

চটপটে ঐ কন্ঠ খোকার
যেনো সুচেল বাঁশি,
কোন কারনে আজকে সে সুর
বাঁধছে গলায় আসি?

ফোনটা ধরে কেনো খোকা
ছুটতে গেছে ভুলে?
নীরব স্বরে বলছে কথা
জিজ্ঞাসিনি তুলে।

আমি তাকে বুঝতে দিনি
কেন্ কথা নয় স্পষ্ট?
আব্বু থেকে দূরে থাকা
দিচ্ছে তাকেও কষ্ট।

এক পৃথিবীর দুই কিনারায়
ছিটকে হৃদয় টুকরা,
মধ্যে পাষাণ মরুভূমি
বিবাগী আজ সুখরা।

—সমাপ্ত–

550total visits,4visits today

এস এম মঞ্জুর রহমান