দুর্ণীতির গ্যাড়াকল

কেনো আজও হিমশিম দুর্ণীতি ঠ্যাকাতে?
বিচারক ছাড়ে চোর গলে গিয়ে টাকাতে।
চাঁদাবাজ নোট গোনে সদা সব জা’গাতে,
মুখগুলো রাখে চুপ পেশী-ডর আঘাতে।

স্বজনে প্রীতি জেগে হগা-বগা হাসে,
মেধাবী অহসায় আঁখি জলে ভাসে।
সংসদে বিল উঠে হয়ে যায় পাশতার,
গরীবের ভাগ থেকে মেরে খায় বাটপার।

আইনের পাতাগুলো চাপা পড়ে ঘুষে,
পারপায় সব শালা উপর আলা দুষে।
নীতিহীন গ্যাড়াকল নিরীহকে পিষে,
বেঁচে রয় দুর্ণীতি জ্বালা দিয়ে বিষে।

নীতিহীনে এক আছে এক নেই জনগণে,
শোষণের ভানু তাই জ্বলে শিরে গনগনে।
রাত কেটে ততোদিন আসবেনা প্রভাকর,
লোভীদের মুখ দিয়ে ঘর হলে শোভাকর।

—সমাপ্ত–

699total visits,5visits today

এস এম মঞ্জুর রহমান