ভিক্ষা বনাম বকশিস

দেখিলাম সেদিন রেষ্টুরেন্টে-
কোর্ট টাই পরা লোক,
কেমন করিয়া বাড়াইয়া ছিলো
ভিখারি লোকের শোক।

ভিখারি বলিল বাবু সাহেব-
পেটেতে অন্ন নাই,
দুটি টাকা দ্যানগো মোরে
আহার কিনিয়া খাই।

কিছু না বলিয়া সাহেব তখন-
ঢুকিয়া রেস্টুরেন্টে,
আয়েশ করিয়া চাইনিজ খাইয়া
হাত ঢুকাইলো প্যান্টে।

হাজার টাকার বিল গুনিয়া-
টেবিল ত্যাগের সময়,
বিশটা টাকা গুজিয়া দিলো
পাশে যে লোক দাঁড়ায়।

ক্ষুধার্থ ভিক্ষুক দেখিয়া ইহা-
করিলো আর্তনাদ,
দান না করিয়া বকশিশ দিয়া
পুরিলেন কোন সাধ?

ভিক্ষা দিলে সওয়াব হইতো-
আল্লাহ বাসিত ভালো,
বকশিশটা কি গোরে আপনের
আনবে কোনো আলো?

ক্ষুধার্থ রাখিয়া কেমন করিয়া-
বিবেক করিলো সায়?
দু’টাকা নয় বিশটা টাকা
ওয়েটার আজ পায়!!

ঘুরিয়াছে বিবেক যুগের তালে-
লোক দেখানো কাজে,
চারিধারে যদিও বেদনার সুর
কানেতে আসিয়া বাজে।

537total visits,6visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply