মানুষের পরিচয়

এক মানুষের কতো রকম
হয় যে পরিচয়,
পরলে গায়ে ভিন্ন পোষাক
নামটা বদল হয়।

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীশ্চান
কনফুসিয়াস ভীল,
সাওতাল গারো জৈন্যের মাঝে
আছে অমিল মিল।

কৃষক,মজুর,কামার কুমার
মুচি মেথর চোর,
এমনি আরও শতেক শ্রেণি
দেখছি হলেই ভোর।

উত্তম, অধম, নির্বোধ,সাধু
জ্ঞান পাপীদের দল,
কেউবা চলে খোদার নামে
কেউবা খাটায় বল।

সকল মানুষ গেলেও চেনা
মুখোশ ধারী নয়,
অমানুষের রক্ত তাদের
সবাই করে ভয়।

—সমাপ্ত—

596total visits,4visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply