কর্মফল

কর্মগুণে নিজের মানের
কেউ আনিলে ধ্বংস,
পারেনা তা রুখতে কভু
নিজের উচ্চ বংশ।

কর্ম যেমন করবে তুমি
ফলটা তেমন হবে,
মিছে মিছে ভাগ্যটাকে
দোষ কেনো দাও তবে?

গুলবাগিচায় ফুলের সুবাস
পায় শুধু যে মালি,
গণিকালয় ঘুরলে নিজের
লাগবে মুখে কালি।

সালাক ফলের বীজ বপনে
আশাতে লাল কলা,
বোকার ঘরে বসত হবে
খুঁজিলে তাল তলা।

বীজের গুণে ফুলের শোভা
কর্ম স্বরূপ ফলে,
অলস লোকের সাফল্য আশ
চক্ষু ভরায় জলে।

—সমাপ্ত—

926total visits,7visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply