কবি সম্পর্কিত

এস.এম.মঞ্জুর রহমান খুলনা জেলায় জন্ম তাঁর, ডুমুরিয়ার কোমরাইলে বসত বাড়ি বাপ দাদার। ঊনিশ শত ছিয়াশি সতেরই অক্টোবর, সর্বপ্রথম আলো দেখেন এই দুনিয়ার পর। পিতা মোঃ আবুল কাসেম আছরা বেগম তার মাতা, আশির্বাদে এই দুনিয়া মাথার পরে হয় ছাতা। তিন ভাই ও এক বোনের তিনিই বড় সব থেকে, চাকরি করেন সিরাজগঞ্জে সব জনাকে দূর রেখে। পুত্র ছেলের জনক তিনি জীবন সাথীর নাম লিমা, খোদার দানে সুখের জীবন হাসি খুশির নাই সীমা। শখের বসে লেখা লেখি মানবতায় মন টানে, লিখনিতে দুখীর ছোঁয়া ছড়ায় থাকে সব খানে। “সুখ পাখীর প্রতীক্ষায়” একক কাব্যগ্রন্থ তাঁর, যৌথকাব্যে লিখতে পারার সুযোগ হইছে একুশ বার। পত্রিকাতে লেখা লেখি ম্যাগাজিনেও হয় দেওয়া, কাব্য,গল্পের এ্যাপসও আছে প্লেস্টোরে যায় পাওয়া। ইউটিউবে আবৃতিকার ভিডিও দিছে কবিতার, এই কারণে পাঠকগণে নামটা ডাকে কবি তাঁর। রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বিবিএ, এমবিএ পাশ করা কবি কর্মজীবনের শুরুতে বরিশাল ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি,বরিশাল -এ বিবিএ ডিপার্টমেন্টে ১/৪/২০১১ তারিখে প্রভাষক পদে যোগদান করে এক বছরের শিক্ষকতার জীবন শেষে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিঃ -এ ০১/৪/২০১২ তারিখে সহকারী ব্যবস্থাপক(হিসাব) পদে যোগদান করে বর্তমানে উপ-ব্যবস্থাপক(কেন্দ্রীয় রাজস্ব) পদে কর্মরত আছেন।

সাহিত্যচর্চায় সাফল্যের ভেলায় তাঁর প্রকাশিত বই সমূহ

১) “সুখ পাখির প্রতীক্ষায়” কবির প্রথম একক কাব্যগ্রন্থ।

এছাড়াও তাঁর

২)একুশ আমার অহংকার,

৩) শতফুল,

৪) অহিংসা,

৫)নির্লজ্জ দুটি চোখ,

৬)বিজয়ের উল্লাস,

৭)ঝরা ফুলের গন্ধ,

৮)আলোকিত জাগরণ,

৯) রোহিঙ্গাদের আর্তনাদ,

১০)বেদনার নীল ঢেউ,

১১)স্বাধীনতার পংক্তিমালা,

১২)স্মৃতির পাতায়,

১৩)হারানো সুখ,

১৪)যে পথ সমান্তরাল,

১৫)শব্দ কারিগর,

১৬) বিজয়,

১৭)প্রভাতের রবি,(এখনো হাতে পাইনি)

১৮)কবিতা এবং ৭১,

১৯)কাব্যের ফেরিওয়ালা ,

২০)স্মৃতির কাব্যেতুমি যৌথকাব্যগ্রন্থ(প্রকাশের অপেক্ষায়)

২১)কবি ও কবিতার ভুবন

২২) আমি কবি নই শব্দ শ্রমিক ও

২৩)জীবন প্রবাহ নামে একটি যৌথ গল্পের বই ছাড়াও

২৪)ছোটদের মিষ্টি ছড়া নামে একটি যৌথ ছড়া বই প্রকাশিত হয়েছে

হৃদয় ভূমে নৈতিকতার বীজ বপন লিখনির মূল উপজীব্য।

5897total visits,4visits today