Happy New Year

আগামীটার শূন্য তরী
সাধ্য সাধে গড়া আমার
নিপুণ বসুন্ধরা।
গতরাতে কালের ধারায়
হারায় গেলে একা,
আর পাবোনা বাকি জীবন
কোথাও তোমার দেখা।
অতীত তুমি ভালো থেকো
যত্নে রেখো স্মৃতি,
তোমার বুকে দিলাম তুলে
অর্জিত সব কীর্তি ।
আসবে আরও অনেক বছর
অনেক রঙে সেজে,
তোমার স্মৃতি সারাজীবন
উঠবে মনে বেজে।
নতুনকে নি’ বরণ ডালায়
ধারণ করে শিরে,
জানি তুমি সবার মতই
হারায় যাবে ধীরে।
যাবার আগে কীর্তি দিও
ফিরতি দিও সুখে,
তোমার বিদায় মায়ায় যেনো
রাখতে পারি বুকে।
—সমাপ্ত–
1595total visits,2visits today