আল-কোরআন

আমি একটি বই পড়ি ভাই
ছন্দে লেখা বই,
তত্ত্ব,সুর আর অন্তযমিলে
মুগ্ধ হয়ে রই।

লেখেনি তা কোনো কবি
কোনো সাহিত্যিকে,
কিন্তু তাতে লেখা সবি
যাহা দশটিদিকে।

ছন্দে ভরা সুরের মেলা
অসীম কারুকাজে,
কিতাব খানি অমূল্য ধন
আজকে জগৎ মাঝে।

পাঠ করিলে সুপ্তি ছেড়ে
পাখি ডাকা ভোরে,
শান্তিতে মন শান্ত লাগে
বাঁধলে বাহু ডোরে।

মর্মদেশে সুপ্ত থাকা
সুখের ঝর্ণা খানি,
কিতাব পাঠে দেয় জাগিয়ে
অমৃত হিম আনি।

মনকে করে শান্ত শীতল
স্রষ্টাতে দেয় ভক্তি,
নৈরাশাটার সমাপ্তিতে
কর্মে আনে শক্তি।

এই দুনিয়ার স্রষ্টা নিজেই
করছেন ভবে দান,
ঐশ্বরিক এক গ্রহন্থ তাহার
নামটা আল-কোরআন।

মরার আগে কমছে হলেও
মাত্র একটি বার,
অর্থসহ পড়তে সবার
কাছেতে আবদার।

জন্ম যখন নিছি আমরা
মরতে একদিন হবে,
না যদি সেই কোরআন পড়ি
আফসোস একটা রবে।

পড়ছি কতই বই যে হাজার
নাইকো তাহার হিসাব,
খোদার বাণী লেখা যাতে
পড়িনি সেই কিতাব!

—সমাপ্ত–

804total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply