এসো পাথেয় হতে

সময়ের হাত ধরে চলেছি হেঁটে
আমি একালের পথিক,
সত্যের সাথে করি বাস আসুক সাবাস
নয়তো বা শতো ধিক।

জন্ম যখন কাঁদা মাটির পরেতে
ভয় করিনা যাই হাঁটি,
সময় গাঙ্গে দেখে দেখে হেঁটে যাই
জোয়ার কখনো বা ভাটি।

কংক্রিটের শক্ত নয় এ পদতল
চারিদিকে শুধু কাঁদা মাটি জল,
রেখে যেতে চিহ্ন এ পাথেয়র
হাঁটিতে বহুদূর গড়ি মনবল।

দেখিয়ে যেতে চাই চক্ষু মেলিয়া
কোথায় সততার শতদল,
মিথ্যা নির্দয় অসহায় বেদীতে
ভেদিতে কত দরকার মনবল?

হাসি কিনিয়া আনিয়া জগতে
দুঃখকে করিতে ম্লান,
বিবেক বানের অভাবী ভুবন
নয় যে আজি ধনবান।

গলা ছেড়ে গাও এ গান সাম্যবাদী
মানবের তরে দেহ প্রাণ,
মানুষে মানুষে নাই ভেদাভেদ
আমরা সকলেই সমান।

সৃষ্ট পথের সীমানা ভেঙে হে বীর
মিশে যাই নব এক দিগন্তে,
শল্য সজীবের পথ গড়ে যাই
যাঁরা আসবে আমাদের অন্তে।

পুরাতন এ পথ বড় বন্ধুর আঁধার
হোঁচট খেয়ে পড়ে বারেবার,
এসো ভাই গড়ে যাই সততার পথ
কাটুক জগতের শতেক আঁধার।

—সমাপ্ত—

1095total visits,6visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply