চলেন ছন্দ শেখাই

কবিগণের মাঝে দেখি
জ্যোতি ভরা মন,
সবাই সবার কাজের তারিফ
করেন সারাক্ষণ।

রাজনীতিবিদ হতেন যদি
প্রত্যেকে এক কবি,
দেখতাম এ দেশ কল্পনাতে
কবির যেমন ছবি।

চলেন তাদের ছন্দ শেখাই
দ্বন্দ্ব ভুলাই গিয়ে,
দেশ মাতাটার কাব্য লিখাই
তাদের হাতকে দিয়ে।

বলতে পারেন তাদের কেহ
কাব্যের মতো যদি,
দেশটাকে হয় পরিচালন
থাকবেনা এ গদি।

বলবো তাদের ইতিহাসের
জ্বলজ্বলে এক রবি,
বঙ্গবন্ধু ছিলেন দেশে
বিশ্বসেরা কবি।

সাতই মার্চের ভাষণ খানি
লেখা গদ্য কাব্যে,
আসুক না যেই রাষ্ট্রনায়ক
সেই কবিতা ভাববে।

লিখুন এমন কাব্য হাজার
সোনার দেশের তরে,
তবেই এদেশ সুখের হবে
মনের মতো করে।

930total visits,6visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply