চাষার আশা
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
- 0 Comment

একটা লিটার পানির মূল্য
যখন ত্রিশ টাকা,
ধানের কেজি বারো হলে
যায় কি বেঁচে থাকা?
পানির দামও হয়না যখন
চাষার ধানের মূল্য,
শ্রমটাকে ভাই করো বলো
কিসের সাথে তুল্য?
ধানের দামটা বাড়ায় দেবেন?
দেখবেন সেটা ক্ষমায়,
বাঁচার জন্য জিনিসের দাম
রাখেন একটু কমায়।
আমরা কৃষক মূর্খ চাষা
আশা বাঁচার তরে,
সব জিনিসের দামটা ধরেন
ধানের মতোই করে।
বাঁচবে কৃষক আমজনতা
সুস্থ সবল ভাবে,
এই কৃষকের কথাটা কি
একটু রাখা যাবে?
878total visits,5visits today
