জঙ্গির লক্ষণ

হঠাৎ কেহ নামাজ পড়ে
অন্য জনকে ডাকলে সাথ,
করছে বাহির পীযূষ দাদা
জঙ্গিতে তার মিলছে হাত।

মুখে দাড়ি টাকনু খালি
জঙ্গি নিশান স্বভাব ভাই,
তাই যদি হয় এই দেশেতে
জঙ্গি লোকের অভাব নাই।

জঙ্গি আমি জঙ্গি তুমি
জঙ্গি নামও বাপ চাচার,
বুড়া দাদু জঙ্গি এখন
উপায় বুঝি নাই বাঁচার।

নবীর(সঃ) সুন্নত মানছে যাঁরা
সবাই এখন জঙ্গি ভাই,
মুসলমানের এই জাতিকে
বাঁচাবে কেউ সঙ্গী নাই।

হনুমানের কলা প্রিয়
পীযুষ দাদাও খায় কলা,
তাই বলে কী পীযুষ দা’কে
হনুমান আজ যায় বলা ?

টাকনুর উপর কাপড় পরা
লোক গুলো তা বলবে না,
অনুরোধে বলবে তাকে
এসব বলা চলবে না।

দাড়ি টুপি টাকনু খালি
তসবি মুসলমানের সাজ,
তারি মাঝে জঙ্গি খোঁজা
কে বলেছে আপনের কাজ?

নিউজিল্যান্ডে মসজিদে যে
গুলি করে মারলো লোক,
তাহার বেশকে জঙ্গি বলা
আপনার বুঝি লাগে শোক?

নাকি নিজের পরান কাঁপে
তাদের দিকে তুলতে হাত
থলের বিড়াল বাহির হলে
বুঝবে কে আজ কাদের সাথ।

—সমাপ্ত—

705total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply