তোমাদের মনে রেখেছি

সংসদ আঙিনায় ফোঁটা সুপরিচিত গোলাপ নয়,
সবার অগোচরে ফোঁটা বন্য ঘেটকল।
কানে কানে বলল, আমাকে মনে রেখো,
আমি তাকে মনে রেখেছি।

যে বাহারি ফুলগুলো বাগিচা হতে
দোকানে এসে,ক্রেতার অভাবে
স্মৃতিসৌধ, শহীদ মিনারকিংবা,
সমাবেশ বা বাসরে আসন না পেয়ে
জায়গা পেয়েছে ডাস্টবিনে।

তাদের শরীর পঁচাগন্ধ আমায় বলল,
আমাকে মনে রেখো-
আমি তাদেরকে মনে রেখেছি।

শুধুমাত্র বিলাস বহুল বাড়ির
কথা বলার ময়না নয়,
অভিভাবকহীন সাদা পালকের বক,
কানেকানে বলল, আমায় মনে রেখো।
আমি তাকেও মনে রেখেছি।

সর্বত্র সমাদর প্রাপ্ত বসন্ত নয়,
অবহেলার শীত ও ধ্বংসকারী আইলাও
চুপিসারে বলল আমাকে মনে রেখো,
আমি তাদেরকে মনে রেখেছি।

রাস্তায় পড়ে থাকা অবহেলিত পথশিশু,
তার ক্ষুধার্ত আর্তনাদ ও অনাদরের অশ্রু
আমাকে বলল আমায় মনে রেখো
আমি তাকেও মনে রেখেছি।

আমি তোমাদের সবাইকে মনে রেখেছি

—সমাপ্ত–

852total visits,6visits today

এস এম মঞ্জুর রহমান