ধর্ষিতার মৃত্যুর পরে

যে বোনে হয় ধর্ষিতা আর অগ্নিযোগে মরে
তার প্রতি নাই মানবতা থাকছে পাপীর তরে!

কেনো,
ধর্ষিতা নয় ধর্ষণ কারীর পক্ষে মিছিল পথে?
কেনো,
নারীরা হয় ধর্ষিতা আজ আবাস ঘর ও রথে?

কেনো
লম্পট গুলোর ঘৃণীত মুখ ভাইরালে না যায়,
নিরাপরাধ বোনের ছবি প্রচার বেশি পায়?

কার মদদে মিছিল নামে হাজার নারী নিয়ে?
ধর্ষণ কারী পায়না ফাঁসি দলের শক্তি দিয়ে!!

কেনো,
ধর্ষণকারীর পক্ষে উকিল মিথ্যে কথা বলে?
মক্কেলে তার নিরাপরাধ বলছে নানান ছলে।

কেনো,
ঘুষের স্রোতে পার পেয়ে যায় আসল অপরাধী?
বিচার শেষে অশ্রু চোখে ফিরবে নিরাশ বাদী।

ওরা
বিকৃত এক মানবতায় করছে বসবাস,
মগজ ওদের গোবর পুরা জমছে মাথায় ঘাস।

ওদের,
হৃদয় টা যে ইস্পাতেরি নাই মানুষের চিহ্ন,
চলেনা তার একটি কদম নিজের স্বার্থ ভিন্ন।

ঘৃণ্য ওরা ঘৃণ্য সদাই ঘৃণ্য সমাজ মাঝে,
যোগ্য ওরা প্রভাবশালীর পা-টা চাটার কাজে।
—সমাপ্ত—

579total visits,6visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply