বাচ্চা নিয়ে মসজিদে প্রবেশ নিষেধ

মসজিদ গিয়ে যদি কভু
শুনতে নাহি পাও,
বাচ্চা ছেলের কিচিরমিচির
যেমন পাখির ছাও।

জানবে পরের বংশ জুড়ে
ঘোর আঁধারের ঢেউ,
নামাজ হতে বিমুখ সবাই
মসজিদে নাই কেউ।

বীজ বপনে ভিত্তি করে
ফলটা হবে কাল,
মসজিদ বিমুখ বাচ্চা হলে
দেখবে করুন হাল।

হতে পারে বিপথগামীর
বিশাল কোনো চাল,
সময় এখন যাচ্ছে কঠিন
ঠিক রাখিতে হাল।

বাচ্চা ছেলে বাড়ি কেনো
ঘুরুক খোদার ঘর,
চিনুক জানুক নামাজী হোক
তারাই বাবার পর।

আদব কানুন শিখলে তারা
মুসল্লিদের কাছে,
আর কখনো চিল্লাবেনা
দাঁড়ায় তারা পাছে।

ভবিষ্যতে মুমিন পেতে
যাত্রা আজি শুরু,
না শুনি তাই বলছে যাহা
বিমূঢ় ঐ গুরু।

বাচ্চা ছেলে মসজিদে যাক
ধরে ঝাঁকেঝাঁক,
চেষ্টা রবে এই ধারাতে
নাহি পড়ুক বাঁক।

—সমাপ্ত—

1429total visits,6visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply