বিরহ ঝড়

বজ্রপাতে মরলে মানুষ
সবাই দেখে তাকে,
বুকের মাঝের বজ্রপাতের
কেউ না খবর রাখে।

বৈশাখী ঝড় বহে যখন
সবাই দেখে ক্ষতি,
কেউ দেখেনা বিরহ ঝড়
কেমন তাহার গতি?

হৃদয় খানি ভেঙে চুরে
মুচড়ে বারে বারে,
বিরহ ঝড় যায় বয়ে যায়
বুকের অন্ধকারে।

ডাল ভাঙ্গেনা ফল ঝরেনা
ঝরায় চোখের পানি,
গহীন মনের অতল তলে
কষ্ট জমায় আনি।

কেউ বোঝেনা বোঝে প্রেমের
পাগল দুটি হৃদয়,
এমন ঝড়ের তীব্রতা কী
জ্বলতে কেমন হয়।

পাশাপাশি থেকেও দুজন
ঝড়ের তোড়ে ছুটে,
হাজার মাইল দূরত্বতে
মন দুটি যায় লুটে।

ট্যুটায় যতো বাঁচার আশা
জাগায় হতাশ বায়ু,
জীবন তরী পালটি ছেঁড়ে
চলতে বাকি আয়ু।

পঙ্গু করে সাহস টাকে
থামায় স্বপ্ন গতি,
অগোচরের এ ঝড় শুধু
মনের করে ক্ষতি।

ভগ্ন মনের প্রেমিক পুরুষ
শোকের পরিশেষে,
পেয়ে প্রিয়ার মিষ্টি হাসি
জাগে বীরের বেশে।

প্রিয়ার মুখের একই হাসি
হয় তা সুধার তুল্য,
দুঃখ আছে বলে সেতো
সুখের এতো মূল্য।

1626total visits,6visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply