মোড়লের বিচার

সিকে ছিঁড়ে পড়লে মাচায়
নিতে বিচার ভার,
উপছে পড়ে বিশ্ব মোড়ল
নাকটা আগায় তার।

কে ছিঁড়েছে সিকের দড়ি
কী ছিলো তার কারণ?
সেসব কথা শুনতে যেনো
মোড়ল লোকের বারণ।

জাতি ভেদের চশমা চোখে
উদারতায় মন্দা,
সমস্যা সব বাঁচায় রেখে
সেরা সাজার ধান্দা।

সবলকে সে ঠুকায় সালাম
মেনে চাটুর নীতি,
সিকে কেনো ছিঁড়ছে হুলো
জিজ্ঞাসে পায় ভীতি।

বিচার নামে মানবতায়
প্রহসনটা চলে,
সিকের ক্ষতি মাচার ঘাড়ে
চাপায় গায়ের বলে।

জলটা যেদিক যাচ্ছে গড়ায়
ঠেলতে সেদিক সোজা,
কোন মোড়লের জোর যে কত
সহজে যায় বোঝা।

বইছে যে জন সবার বোঝা
দিচ্ছে আরও ঘাড়ে,
এমন বিচার নিয়ে মোড়ল
হাজির বারে বারে।

—সমাপ্ত—

588total visits,4visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply