স্বরবর্ণের ছড়া

অ-অসৎ জীবন নাহি গড়ো।
আ-আযান হলে নামাজ পড়ো।
ই-ইহকালের সময় ছোটো।
ঈ-ঈদের নামাজ মাত্র দুটো।
উ-উচ্চ স্বরে কথা নয়।
ঊ-ঊষার পাশেই সূর্য রয়।
ঋ-ঋণের টাকায় শান্তি ক্ষয়।
এ-এক কথা কয় সত্যবান।
ঐ-ঐক্যতে হও শক্তিমান।
ও-ওজন করো সঠিক ভাবে
ঔ-ঔষধ খেলে অসুখ যাবে।
—সমাপ্ত—

687total visits,8visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply