স্বাধীনতার ডানা

স্বাধীনতার ফুল বাগিচায়
আমরা শিশু ফুল,
মুক্ত বায়ুর ভেলায় ভেসে
খাই যে হাজার দুল।
কন্ঠে মোদের স্বাধীন ভাষা
মন খুলে গাই গান,
ফুলের বাগে মুক্ত ডানায়
ভরাই মনো প্রাণ।
মুক্ত আকাশ মুক্ত বাতাস
মুক্ত মোদের চোখ,
যা খুশি তাই করি সদাই,
ছোঁয়না কভু শোক।
স্বাধীনতার ডানা মেলে
সারা জগতময়,
ছড়ায় যাবো আমরা সবে
করব বিশ্বজয়।
স্বাধীনতার ফুল আমাদের
বাংলাদেশে বাস,
অবাক হয়ে বিশ্ব ভুবন
জানাবে সাবাস।
—সমাপ্ত—

1039total visits,5visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply