হাইকু


সূর্য যদি না দেয় আলো
লক্ষ মোমের বাতি,
জ্বললে কভু ভুবন হতে
যায়না আঁধার রাতি।


বাবা যদি চুরি করে
ছেলের কানটা কাটে,
চোরের ছেলে নামটা ধরে
ডাকে সারা হাটে।


বনের রাজা নেংটা তাহা
জানতো নাতো কেউ,
তারি কুকুর জানায় দিলো
ডেকে ডেকে ঘেউ।


রাজার বাঁশির বেসুর হলে
ছড়ায় আরও বেশ,
শুনতে তাহা রয়না বাকি
বিদেশ কিংবা দেশ।


নিজে যতই সাজো সাধু
বেশ ভুসাটা নিয়ে,
আসল রূপটা বুঝবে মানুষ
তোমার কর্ম দিয়ে।


এক ধর্মে যে দীক্ষিত নয়
মানে সকল রীতি,
হয় সেজন মহামানব
নয় মানবের ভীতি।


যে আইনটার ফলাফলে
লোকের কষ্ট হয়,
আইন তাকে যায়না বলে
বে আইন তা কয়।


যন্ত্রণাটা আসে যখন
নাওনা দুহাত পেতে,
সুখের সময় আসবে বলে
চাইছে তারা যেতে।


দূর্নীতিটার ধরণ এমন
দ্রুত উঠায় চূড়ায়,
নামায় দিলে নিজকে পাবে
একেবারে গোড়ায়।

875total visits,6visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply